বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সমাবেশ করতে যাচ্ছে আগামীকাল (১২ জানুয়ারি) বুধবার।
সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে এ.জে চৌধুরী কলেজ মাঠ অথবা সিডিএ মাঠ।
সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম,
দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য লায়ন হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান ও জেলা-উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার বেশ কয়েকটি উপজেলা, কলেজ শাখা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা সম্পূর্ণ করেছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম মামুন মিয়া জানান-সারা দেশে বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আগামী ১২ জানুয়ারি (বুধবার) দক্ষিণ জেলা বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে দক্ষিণ জেলার প্রবেশদ্বার খ্যাত এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ। কোনো কারণে এখানে সম্ভব না হলে বিকল্প হিসেবে আমরা মইজ্জ্যারটেকস্থ সিডি আবাসিক মাঠে সমাবেশ করবো। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।
কথা হয় কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমানের সাথে, তিনি জানান- আগামীকালের
সমাবেশ বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীর সমাবেশ।
এ সরকার মুক্তিকামি মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতেই হবে।
এদিকে সমাবেশকে সফল করতে গত (৯ জানুয়ারি) রবিবার, কর্ণফুলী উপজেলা ছাত্রদল ও এ জে চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা কামরুদ্দিন সবুজের সভাপত্বিতে ও সাখাওয়াত হোসেন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সাদ্দাম হোসেন, এ জে চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের (আহ্বায়ক) হারুনুর-রশিদ, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ রুমেল, মোহাম্মদ আরিফ, এতে আরও উপস্থিত ছিলেন, এ জে চৌধুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের (সদস্য সচিব) ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আলী নূর,মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আনিস জিসান, মোহাম্মদ আয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ ফাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।