আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সৌদিতে হজ্ব পালন করতে এসে মক্কা মদিনায় আরও ৩ বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ মে ২০২৪ ০৮:৪৩:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

চলতি বছরের পবিত্র হজ্ব পালন করতে এসে সৌদি আরবের মক্কা আরও ৩ বাংলাদেশি হজ্ব যাত্রী মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

438154536_971056051189687_7188473311025687969_n

জানা যায়, দেশটির স্হানীয় সরকারি হাসপাতালে মুহাম্মদ জামাল উদ্দিন (৬৯), ইমাম ভুঁইয়া (৬৫), মুহাম্মদ শাহজাহান (৪৫) চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বরণ করেন। 

 

মোহাম্মদ জামাল উদ্দিন,  পাসপোর্ট নম্বর এ১১২০৬৯০২০, তার গ্রামের বাড়ি  কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। 

438101973_490603253392211_2483662920660191037_n

মোহাম্মদ ইমাম ভুঁইয়া , পাসপোর্ট নম্বর এ০৮৪০০৫৪১, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বাসিন্দা ।

 

মোহাম্মদ শাহজাহান, পাসপোর্ট নম্বর ০৭৯৬১৮৪০, তার গ্রামের বাড়ি ঢাকা জেলা।

 

এ পর্যন্ত সৌদি আরবে মোট পাঁচজন হজযাত্রী  মারা গেছেন, যাদের সবাই পুরুষ। ৮ জনের মধ্যে মক্কায় ৬ জন ও মদিনায় দুইজন মারা গেছেন।

441085862_1578809406041221_3434764329572887879_n

বাংলাদেশ বিমানসহ গত ২৭ মে পর্যন্ত ১১৮ টি ফ্লাইটের মাধ্যমে  সর্বমোট ৪৬ হাজার ৯৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

 

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

 

উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে আগামী  ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।