আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

সারিকাইত ইউপিতে সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : সোমবার ৮ এপ্রিল ২০২৪ ০২:৩২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ  উপজেলার ১৬ নং সারিকাইত ইউনিয়ন পরিষদে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও যোগ্যতা অনুসারে পেনশন স্কিমের আওতায় আনায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  (৮ এপ্রিল) সোমবার  সকালে সারিকাইত ইউপি কার্যালয়ে  সারিকাইত ইউনিয়ন পরিষদের  উদ্যোগে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম পনিরের  সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি । এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজকর্মী নুর ছাপা, ইউনিয়ন আ.লীগের সভাপতি আশ্রাফ উল্ল্যাহ আসিফ, ইউপি সচিব জাবেদ,  সদস্য মিজানুর রহমান, মোঃ ইসমাইল, আতাউল কাজেম, সামসুল হুদা, মার্শাল, সাইফুল ইসলাম, আবদুল মান্নান,  এসময় বক্তারা বলেন,বর্তমানে দেশে শুধু সরকারি চাকুরিজীবীরাই পেনশনের আওতায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি। এ পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। এ জন্য ৪ টি স্কিম চালু রয়েছে। নিজ সুবিধা অনুযায়ী দেশের সকল নাগরিক যে কোন একটি স্কিমে অংশ নিতে পারবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত এনজিও প্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নম্বর,সচল মোবাইল ফোন নম্বর এবং নমিনীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।