আজ সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার মাহালিয়া বিল ও নয়াখাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় বিলে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে নাছির উদ্দীন ও আবছার উদ্দীনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০  এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা এবং আনিসুল ইসলামকে সড়কের উপর দোকানের মালামাল রাখার অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া অপরাধে ব্যবহৃত অবৈধ জাল জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩টি ডিঙ্গি নৌকা স্পট নিলামে উপস্থিত জনতার মাঝে ৩ হাজার ১'শ টাকায় বিক্রি করা হয়।

 

অন্যদিকে উপজেলার কেওচিয়া ইউনিয়নের নয়াখালে অভিযান চালিয়ে আনুমানিক ২০০ মিটার অবৈধ বেহুন্দী জাল আটক করে ধ্বংস করা হয়।

 

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উজেলার মাহালিয়া বিল ও নয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। 

 

অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সৈকত শর্মা,  সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।