সাতকানিয়ায় নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া ১নং ওয়ার্ড সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় ডলুনদীর পাড় ভেঙ্গে নদীর তীরবর্তী মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ডলুনদীর পানি বিপদ সীমার উপরে অতিক্রম করার ফলে নদীর পাড় ভেঙ্গে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। গতকাল ২৯ আগস্ট মঙ্গলবার সরজমিনে ইউএনও মিল্টন বিশ্বাস ইঞ্জিল চালিত নৌকায় করে ঘুরে ঘুরে নদীর ভাঙ্গন পরিদর্শন করেন এছাড়া পশ্চিম নলুয়া জামে মসজিদ সড়ক সাংবাদিক নাছির উদ্দিন সড়ক পরিদর্শনে গেলে নদীতে বাড়িঘর বিলীন হওয়া রহিমা ইউএনও দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এ সময় নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা রহিমার হাতে তুলে দেন। স্থানীয়রা ইউএনও কে বলেন নদী ভাঙ্গনের ফলে মানুষ আতঙ্ক ও হুমকির মুখে রয়েছে গ্রামের মানুষ। এরকম নদী ভাঙ্গন অব্যাহত থাকলে রাস্তা ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাট নদী গর্তে চলে গেলে ও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। স্থানীয়রা ইউএনকে আরো বলেন এলাকার কিছু প্রভাবশালী মানুষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। ইউএনও কে অবৈধভাবে বালু উত্তোলন কারীর বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রশ্নের জবাবে বলেন, বালু খেকু ও ভূমি খেকুর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তা না হলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে উপজেলা প্রসাশন আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নদীভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার ধীমান কৃষ্ণ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী, প্রবাসী সাবির আহমদ, নুরুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।