সন্দ্বীপে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। ১ ডিসেম্বর রবিবার ভোর রাতে উপজেলার শিবের হাট বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম আবদুল কাদের। তিনি সারিকাইত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত সুলতান আহম্মেদের পুত্র।
সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আসামিকে শিবের হাট বাজার হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্দ্বীপ থানার জি আর মামলা নং ৯৩/২১ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১৯(ক) ধারার পলাতক আসামি।
বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সাজা ও ১০০০ টাকা জরিমানা করেন। তিনি জানান আমাদের অভিযান অব্যাহত থাকবে।