আজ বুধবার ১ মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময়

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ০৫:১০:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সন্দ্বীপে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের  বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে   ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজমের  সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, কারামতিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ নাজির হোসেন, পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোছাদ্দেকুল মাওলা, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, মমতাজুল উলুম মাদ্রাসা সুপার মাওলানা  নুরুল আমিন সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা সুপার বৃন্দরা বক্তব্য রাখেন। 

 

 

সভায় ইউএনও রিগ্যান চাকমা বলেন , সরকারের যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষের এখনো স্পষ্ট ধারণা তৈরি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের কাছে দ্রম্নত এই ধারণা পৌঁছে দিতে পারে। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্যদের সাথে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সর্বজনীন পেনশন স্কিমের প্রচারণা চালাতে পারে প্রতিষ্ঠান প্রধানরা।