আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে বদর দিবসে ইফতার ও দোয়া মাহফিল

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ০৮:০৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সুইট হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনেকটাশনের উদ্যেগে ১৭ রমজান বদর দিবসের শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল 

২৮  মার্চ ১৭ রমজান আলী হাসান  কনস্ট্রাকশন হল রুমে ও  কনস্ট্রাকশনের  পরিচালক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, ও জেবুন্নুর সুলতান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান  শিক্ষক মোঃ আলী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সহ সভাপতি হাফেজ (কবি) জামাল আবদুল নাছির শাহী,   উপস্হিত ছিলেন দৈনিক মাতৃজগৎ পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক মাস্টার রিদোয়ানুল বারী,  সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, এনাম নাহার মোড়ে ব্যাবসায়ী মোঃ ফয়সাল, নিপ্রো জে এম আইয়ের সন্দ্বীপ রিপ্রোজেনটিভ মোঃ রাসেল, প্রমুখ। 

 

 

বদর যুদ্ধ  ৬২৩ থেকে ৬২৪ সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে  খন্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। এ  যুদ্ধে  মুসলমানেরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধে মুসলিমদের বিপক্ষের আবু জাহল(আমর ইবনে হিশাম),উতবা ইবনে রাবিয়া,উমাইয়া ইবনে খালাফ,শায়বা ইবনে রাবিয়া' ওয়ালিদ ইবনে উতবা,'উক্ববা ইবনে আবি মুইত নিহত হয়। মুসলমানররা মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে এ যুদ্ধ পরিচালনজ করে  মাত্র  ২টি ঘোড়া ও  ৭০টি উট নিয়ে, পক্ষান্তরে কুরাইশদের ছিল এক  হাজার জন পদাতিক, ১০০টি ঘোড়া, ও  ৭০০টি উষ্ট রুহী, 

 মুসলিমদের বিজয়ে অন্যদের কাছে বার্তা পৌছায় যে মুসলমানেরা মুসলিম জাহানে  নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা হিসেবে মহানবী হজরত  মুহাম্মাদ( সাঃ) অবস্থান দৃঢ় হয়েছে।