আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

শনিবার ৫ আগস্ট দরবার এ বেতাগী আস্তানা শরীফে লায়ন্স ও লিও ক্লাব ইম্পেরিয়াল সিটি ও হৃৎস্পন্দনের বিনামূল্যে সমন্বিত মেডিকেল

Author Thedaily Shangu | প্রকাশের সময় : সোমবার ৩১ জুলাই ২০২৩ ০৪:৫৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ) এর  যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক  কুতুবে জমান  শাহছুফী মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৫তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ০৫ আগষ্ট শনিবার সকাল ৯ ঘঠিকা হতে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে সমন্বিত চিকিংসা, চক্ষু ,ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে । বেতাগী আন্জুমানে রহমানিয়া,লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার এর যৌথ আয়োজনে হৃৎস্পন্দন (মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন) চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল  ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের এর সহযোগিতায় বিনামূল্যে এই সমন্বিত মেডিকেল ক্যাম্প বাস্তবায়িত হবে । সমন্বিত চিকিংসা সেবা ক্যাম্পে বিনামূল্যে মেডিসিন,গাইনি,শিশু,চর্ম,নাক,কান ও গলা এবং চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে । চিকিৎসা ক্যাম্প বাস্তবায়নে সার্বিক তত্তাবধানে আছেন লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান। লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সভাপতি লায়ন ডাঃ মেহফুজা রাজ্জাক ও সেক্রেটারী লায়ন জাহেদুল আলম সাকিবএবং ট্রেজারার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান  বেতাগী বাসী ও আশে পাশের এলাকার জনসাধারণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন ,পাশাপাশি সকল লায়ন মেম্বারকে চিকিৎসা সেবা ক্যাম্পে অংশগ্রহন করার জন্য  বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন ।



সবচেয়ে জনপ্রিয়