আজ সোমবার ১ জুলাই ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১

শনিবার খোলা চসিকের রাজস্ব বিভাগের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জুন ২০২৪ ০৫:২৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

অর্থবছরের শেষদিকে নাগরিকদের গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধের সুবিধার্থে শনিবার (২৯ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলো খোলা থাকবে।  

 

ওই দিনের পর আবারও সপ্তাহে ৫ দিনের কার্যক্রমে ফিরবে চসিকের রাজস্ব বিভাগ।

 

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অর্থবছরের শেষ মাস জুন সমাপ্তির দিকে থাকায় নাগরিকরা যাতে করছাড়ের সুবিধা পান সেজন্য এই শনিবারও চসিকের রাজস্ব বিভাগের ৮টি আঞ্চলিক কার্যালয় খোলা থাকবে। নাগরিকরা সারচার্জবিহীন বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি  স্ব-স্ব এলাকার আঞ্চলিক কার্যালয়ে পরিশোধ করতে পারবেন।

 

টাইগারপাসের চসিক কার্যালয়ে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তর থেকে এ কার্যক্রম মনিটরিং করা হবে।  

রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলো হলো-

 

রাজস্ব সার্কেল-১: ঠিকানা-চট্টগ্রাম শপিং কমপ্লেক্স (৩য় তলা), ২নং গেইট, ষোলশহর যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২নং জালালাবাদ ওয়ার্ড, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল-২: বহদ্দারহাট কাঁচা বাজর সংলগ্ন পশু চিকিৎসালয় বিল্ডিং (৩য় তলা), বহদ্দারহাট যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ৪নং চান্দগাঁও ওয়ার্ড, ৫নং মোহরা ওয়ার্ড, ৬নং পূর্ব ষোলমহর ওয়ার্ড, ১৬নং চকবাজার ওয়ার্ড, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল-৩: ঠিকানা-সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি (৪র্থ তলা), লালদিঘী পাড় যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল-৪: ঠিকানা-সিটি করপোরেশন সুপার মার্কেট (৪র্থ তলা), ষ্টেশন রোড যার আওতাধীন ওয়ার্ডগুলো হলো- ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল-৫: ঠিকানা-সিটি করপোরেশন ভবন (২য় তলা), দামপাড়াস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পার্শ্বে যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ১৪নং লালখান বাজার ওয়ার্ড, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, ২১নং জামালখান ওয়ার্ড, ২২নং এনায়েতবাজার ওয়ার্ড, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড, ২৮নং পাঠানটুলী ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল- ০৬:  ঠিকানা-  আবদুল আলী আর্কেড (৩য় তলা), অলংকার মোড়, পাহাড়তলী। এর আওতাধীন ওয়ার্ডগুলো হল- ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ১২নং সরাইপাড়া ওয়ার্ড, ১৩নং পূর্ব পাহাড়তলী ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল- ০৭: ঠিকানা-  সিটি শপিং কমপ্লেক্স (৬ষ্ঠ তলা), বেপারী পাড়ার মোড়, আগ্রাবাদ এক্সেস রোড। এর আওতাধীন ওয়ার্ডগুলো হলো- ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ২৫নং রামপুর ওয়ার্ড, ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড।

 

রাজস্ব সার্কেল-৮: ঠিকানা- ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয় (৫ম তলা) বন্দরটিলা যার আওতাধীন ওয়ার্ডগুলো হল- ৩৭নং মুনির নগরওয়ার্ড, ৩৮নং দক্সিণ মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড, ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড।



সবচেয়ে জনপ্রিয়