আজ সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় রিটন দাশ পূজা উদযাপন কমিটির সভাপতি নির্বাচিত

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : শনিবার ৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:২৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট দানবীর ও সমাজসেবক ডা: রিটন দাশকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পূজা উদযাপন কমিটি লোহাগাড়া শাখার অন্যারা হলেন- সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, সাংগঠনিক সম্পাদক খোকন দাশ ও ক্যাশিয়ার অধ্যাপক অনুপ দাশ গুপ্ত।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে পূজা উদযাপন কমিটি লোহাগাড়া শাখার সভাপতি প্রসনজিৎ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল।

 

মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন চট্টগ্রাম জেলার সভাপতি পরিষদ নিতাই প্রসাদ ঘোষ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও লোহাগাড়া শাখার প্রধান উপদেষ্টা, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর প্রমূখ।

 

রিটন দাশ লোহাগাড়া জেনারেল হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি নির্বাচত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক শুভেচ্ছা জানান। 

 

নব-নির্বাচিত সভাপতি রিটন দাশ বলেন, দায়িত্ব পাওয়া বড় কথা নয়, দায়িত্ব যথাযথ ভাবে পালন করাটা হচ্ছে বড় কথা। সনতান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপূজা। ধর্ম যার যার উৎসব সবার। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় কমিটি গঠন করা হয়েছে।