আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ০৩:৫৮:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর
সাজাপ্রাপ্ত কানা ইলিয়াছ

চট্টগ্রামের লোহাগাড়া মাদক মালায় যাবতজীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামী মো. ইলিয়াছ (৫৫) প্রকাশ কানা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে থানা পুরিশ। সে উপজেলার পদুয়া খন্দকার পাড়া এলাকার হাজী নুর হোসেন সওদাগরের ছেলে।

বুধবার (২৩ আগস্ট) সকালে লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম পদুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ২০১৫ সালে কানা ইলিয়াছের বিরুদ্ধে থানায় একটি মাদম দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। ওই মামলায় আদালতে বিচারকার্য শেষে সশ্রম কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রায়ের পর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পালাতক ছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে একইদিন আদালতে সোপর্দ করা হয়েছে।