পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়জনে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা অফিসার্স ক্লাব মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরপরই মঙ্গল শোভাযাত্রার র্যালী বের হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গনে এসে শেষ করেন। পরে উপস্থিত সকলের মাঝে বাঙ্গালীর ঐতিহ্য পান্তা-ইলিশ খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষিকা লায়লা বিলকিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে র্যালিতে উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন হীরু, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. রিদওয়ানুল হক, সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস.কে সামশুল আলম, মোস্তফা বোগম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাসান, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যলায়ের প্রধান শিক্ষক রুপন কান্তি নাথ প্রমূখ।
লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিক দিদারের নেতৃত্বে উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন। শিক্ষিকা বিচিত্রা বলা দেবীর মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি উপস্থিত দর্শক/শ্রোতাবৃন্দবৃন্দ হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন।