লোহাগাড়ার বড়হাতিয়া এলাকায় দেওয়াল চাপায় তানিশা আক্তার নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে উপজেলার আবদুল আলিম সিকদার পাড়া এলাকার মো. রফিকের মেয়ে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে লোহাগাড়ার বড়হাতিয়া আবদুল আলিম সিকদার পাড়ায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ট্রাক্টর নিয়ত্রণ হারিয়ে সড়কের পাশে দেওয়ালকে ধাক্কা দিলে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তানিশা আক্তার দেওয়াল চাপায় ঘটনাস্থল নিহত হয়। স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, বড়হাতিয়া এলাকায় একটি ট্রাক পাকা দেওয়াকে ধাক্কা দেয়। এতে দেওয়ালের চাপায় একজন শিশু মারা যায়। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।