লোহাগাড়ায় ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপটে বদর শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় লোহাগাড়ার আধুনগর গুলশান কমিউনিটি সেন্টারের হল রুমে ওলামায়ে মশায়েখ পরিষদ আধুনগর ইউনিয়ন শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ নোমানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন।
বদর দিবসের প্রাবন্ধ পাঠ করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক মুহাম্মদ আবু তাহের। ওলামায়ে মশায়েখ পরিষদ আধুনগর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহির উদ্দিন ও শিক্ষক মাওলানা আবদুল কাদেরের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শামীম হোসাইন।
বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে গৌরবোজ্জল এক অধ্যায় বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরীর ১৭ই রমযান ঐতিহাসিক বদর প্রান্তরে সংঘটিত এই যুদ্ধটি মানবজাতির ইতিহাসে অনন্য এক ঘটনা। এটি ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই। দাম্ভিকতার বিরুদ্ধে একনিষ্ঠতার লড়াই, অবিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাসের লড়াই। আল্লাহ তা'য়ালা এটিকে সত্য-মিথ্যার পার্থক্যকারী দিন 'ইয়ামুল ফুরকান' হিসাবে স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীতে ইসলাম থাকবে কিনা এ ফয়সালা হয় বদরের রণাঙ্গনে, ঐতিহাসিক এক যুদ্ধের মাধ্যমে। জাহেলিয়াতের তিমিরাচ্ছন্নতার অবসান ঘটিয়ে একত্ববাদের ঝান্ডা নিয়ে শান্তি ও সফলতার চাদরে আচ্ছন্ন নূরের আলোকে জগদ্বাসীর জন্য ইসলামের মতো মহান পবিত্র নিয়ামতের সুশীতল ঝর্ণাধারা প্রবহমান থাকার বিষয়টি সুনিশ্চিত হয়েছিল বদরের প্রান্তরে। এ জন্য মানবসভ্যতার ইতিহাসে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম বলে মন্তব্য করেন বক্তারা।
উক্ত সেমিনার বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা সাবের আহমদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মাহমদুর রহমান, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজাম, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মো. খালেদ জমীল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্না কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমান, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মত নাজিম উদ্দিন, মাওলানা আসাদ উল্লাহ ইসলামাবাদী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.ডি জোনাঈদ চৌধুরী, চট্টগ্রাম পরিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউনুছ প্রমূখ।