আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

রামুর গর্জনিয়ায় জনতার হাতে সন্ত্রাসী আটক : পুলিশকে হস্তান্তর

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ ১০:০২:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

রামু গর্জনিয়ার পূর্ববোমাংখিল গ্রামে চিহ্নিত একজন সন্ত্রাসীকে আটক করে পুলিশকে হন্তান্তর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত ১২টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়ার সোনা মিয়া নামের ওই চিহ্নিত সন্ত্রাসীকে একটি বসতবাড়িতে ডাকাতি করতে গেলে জনতা আটকে রাখে। পরে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যদের হন্তান্তর করে। স্থানীয়রা জানিয়েছে- গর্জনিয়া ও কচ্ছপিয়ার চিহ্নিত সন্ত্রাসীরা একটি সংঘবদ্ধ চক্র গঠন করে সাধারণ মানুষকে জিম্মি করে নানাভাবে হয়রানি করে আসছে। সাস্প্রতি তাদের বেপরোয়াভাব দৃশ্যমান হলে এলাকার সমস্ত মানুষ ক্ষেপে যান। পূর্ববোমাংখিল গ্রামের কয়েকজন জানান- আগে ভাগেই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র একটি বাড়িতে হামলার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী হামলা করতে এসে স্থানীয় জনতা এবং সন্ত্রাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। কিন্তু ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্বিতীয় দফায় সন্ত্রাসীরা একই বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা সোনা মিয়া নামের চিহ্নিত সন্ত্রাসীকে আটকে রেখে পুলিশকে সোপর্দ করে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো.মাসুদ রানা ও উপপরিদর্শক মোজাম্মেল হক বলেন- স্থানীয়দের ফোন পেয়েই তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। এবং সোনা মিয়াকে আটক করেন। সোনা মিয়া একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নতুন করে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়। রামু থানার ওসি মো.আনোয়ারুল হোসাইন বলেন- গর্জনিয়া এবং কচ্ছপিয়ার চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে শীঘ্রই বড় ধরণের অভিযান চালাবে পুলিশ। সে ক্ষেত্রে স্থানীয় জনতাকে সহযোগিতা করতে হবে।