আজ বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ই আশ্বিন ১৪৩১

রাঙ্গুনিয়ায় দুই ভূমিদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১১ মে ২০২২ ০৪:১২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে মামলার পরোয়ানাভুক্ত আসামী দুই ভূমিদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তারা হলেন উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার মৃত আবদুল সফুরের ছেলে মো. আমিন (৪৫) প্রকাশ নুরুল আমিন ও একই ইউনিয়নের পাঁচবাড়ি এলাকার মৃত আবদুল রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন (৪২) প্রকাশ সুন্দর আলতাফ। বুধবার (১১ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মে) রাত ৯ টার দিকে র‌্যাব-৭ এর একটি দল উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমিনের বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলার পরোয়ানা ও আলতাফের বিরুদ্ধে একটি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া দুজনের বিরুদ্ধে এলাকায় ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, “দুজনকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন র‌্যাব। তারা দুজনই পরোয়ানাভুক্ত আসামী। আলতাফের বিরুদ্ধে একটি ও আমিনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এছাড়া উপজেলার পারুয়া ইউনিয়নের  ৬   নম্বর ওয়ার্ড জঙ্গল পারুয়া এলাকার বাসিন্দা ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেন (৫০)কে গ্রেপ্তার করে পুলিশ। হোছনাবাদ ইউনিয়নের দলিলুর রহমান(২২)ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ইকবাল হোসেনকে ১২০ লিটার চোলাই মদসহ পুলিশ গ্রেপ্তার করে।