পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাঙ্গুনিয়ায় জশনে জুলুস (র্যালি) করেছে আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও ওলামা মাশায়েক ফোরাম রাঙ্গুনিয়া শাখা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়ার পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুস বের হয়। মাইজভান্ডার দরবার শরীফে সাজ্জাদনশীন রাহবারে শরীয়ত ও তরিক্বত মৌলানা শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি (মা.)-এর নেতৃত্বে মাইজভাণ্ডারির অনুসারী, সমর্থক এবং বিভিন্ন স্তরের সুন্নী জনতারা জুলুসে অংশ নেন। এটি কাপ্তাই সড়কের বিভিন্ন স্টেশন প্রদক্ষিণ শেষে পৌরসভা অডিটোরিয়ামে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সেচ্ছাসেবক সম্পাদক ও জুলুস পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহিদুল কবির চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি (মা.)।
চট্টগ্রাম উত্তর জেলা মঈনীয়া যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক এম ইউসুফ খান ও উপ প্রচার-প্রকাশনা সম্পাদক মো. জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, মাওলানা মিনহাজুর ইসলাম, জসিম উদ্দিন ভুঁইয়া, নঈম উদ্দিন মাইজভাণ্ডারী, মো. রফিক ভান্ডারী, মোহাম্মদ করিম, আবদুল মাবুদ, আমিনুর মুজিবুর রহমান, আবু রাশেদ, মো. হারুন, ইব্রাহিম, হারুনুর রশিদ মামুন, শায়ের ইয়াকুব আলী, হাসেম ফকির ও মাওলানা একরামুল হক নঈমী, প্রবাসী মাহাবুব আলম, মোহাম্মদ মুছা মাষ্টার, জুলুশ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক খলিফা রেজাউল করিম, আকবর হোসেন রুবেল, সাইফুল আলম, সদস্য সচিব মোসলেম উদ্দিন মাস্টার, সদস্য শফিউল রহমান, সামশুল আলম, বদিউল আলম মাস্টার, ভুলা সওদাগর, নেজাম উদ্দিন নাজু, দুলা মিয়া সওদাগর, মো. সুমন, মো. দিদার, আকতার হোসেন, মাওলানা মোরশেদুল আলম, আবুল কাসেম, অর্থ সম্পাদক আবদুল জব্বার, আব্দুল আলী প্রমুখ।
শেষে সুন্নীয়তের ঐক্য ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।