আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৯:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে শাহ মজিদিয়া—রশিদিয়া হোটেল নামে একটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় মূল্য তালিকা না থাকায় তিন মুদি দোকানিকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।