আজ মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

মিরসরাইয়ে শীতার্তদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ১০:০৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মিরসরাইয়ে শীতার্তদের মাঝে বিতরণের জন্য উপজেলা প্রশাসনের কাছে দুই হাজার কম্বল তুলে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম খান সিআইপি। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী কম্বল গ্রহণ করেন। 

এসময় সাবেক উপজেলা জামায়াতে ইসলামী আমীর নুরুল কবির, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক বিপুল দাশ, আনোয়ারুল হক নিজামী সহ এফ.আই.কে প্রোপার্টিজের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম খান (সিআইপি) বলেন, শীতার্তদের জন্য প্রতিদিন দুই হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। আজকের কম্বলগুলা উপজলো প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, মিরসরাইয়ে প্রচন্ড শীত পড়ছে। উপজেলার অসহায় পরিবারদের মাঝে এ কম্বলগুলা বিতরণ করা হবে।