আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : শুক্রবার ২৪ মে ২০২৪ ০৮:২৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

মিরসরাইয়ে নুরুন নবী (৫৩) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরে  উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়েনের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নুরুন নবী ওই গ্রামের মৃত হাজী ওয়াজি উল্ল্যার ছেলে।

৩নং জোরারগঞ্জ ইউনিয়নের

৮নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন আরজু বলেন, নুরুন নবী বিভিন্ন ব্যক্তি থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে মানসিক ভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি বেসরকারি একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শুক্রবার পরিবারের সবার অগোচরে বাড়ির ছাদে উঠে গাছের ডালে ঝুলে তিনি আত্মহত্যা করেন। দুপুরে পরিবারের সদস্যরা ছাদে গেলে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, দক্ষিণ সোনাপাহাড় গ্রামে গাছের সাথে ফাঁস দিয়ে নুরুন নবী নামে এক বৃদ্ধের আত্মহতার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ যাওয়ার আগে পরিবারের লোকজন লাশ নামিয়ে ফেলে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।