মিরসরাইয়ে একই রাতে কৃষকের চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক ফারুক বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। গতকাল রাতে আমার সব গরু নিয়ে চুরি করে নিয়ে গেছে। গরুগুলোর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।’
তিনি বলেন, ‘গরুগুলো আমার দুই আত্মীয় থেকে বর্গা নিয়ে অনেক কষ্টে গরু পালন করছিলাম। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, ‘মধ্যম ওয়াহেদপুর এলাকায় গরু চুরির কথা শুনেছি। আমি ওই বাড়িতে যাবো। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’