আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মহেশখালীতে 'জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : শনিবার ২ মার্চ ২০২৪ ০৪:৩৯:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

মহেশখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা মার্চ সকাল ১১টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমার সভাপতিত্বে উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী-কুতুবদিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী থানার ওসি সুকান্ত চত্রুবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দিদারুল আলম, ইঞ্জিনিয়ার সবুজ কুমার দে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। র‍্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।