আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে এপিবিএনের অভিযানে ইয়াবা সহ আটক-১

মোঃ ইফসান খান: | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ১০:৫১:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর
২ এপিবিএন এর অভিযানে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
করা হয়েছে। ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ মাইকেল বনিক, এএসআই মোঃ রবিউল করিম সিকদার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৩ আগষ্ট বুধবার বান্দরবান সদর থানাধীন মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন মেঘলা এলাকায় অবস্থানকালে সন্ধ‍্যায় গোপন সংবাদের ভিত্তিতে  বান্দরবান জেলার বান্দরবান সদর থানাধীন ৩ নং সদর ইউনিয়ন এর রেইচা বাজারস্থ ডাবল ব্রীজের পূর্ব পাশের ব্রীজের উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে সঙ্গীয় অফিসার ফোর্সসহ  ৫টা ২০ মিনিটের সময় বান্দরবান জেলার বান্দরবান সদর থানাধীন ৩ নং সদর ইউনিয়ন এর রেইচা বাজারস্থ ডাবল ব্রীজের পূর্ব পাশের ব্রীজের উপর পৌঁছালে সেখানে অবস্থানরত আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত আসামী- মোঃ শাহাজাহান (২৬), পিতা-মৃত আশরাফ মিয়া, সাং- বড়দোয়ারা কলঘর, বাজালিয়া ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এর হেফাজত থেকে ১২০  পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ (একটি) টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। তার সাথে থাকা অপর পলাতক আসামী কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পলাতক আসামীর নাম ২। মোঃ আরমান (৩০) পিতা- মোঃ মোমিন, সাং- বড়দোয়ারা কলঘর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম এর সহায়তায় সে দীর্ঘ দিন যাবৎ অন্যত্র থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অন্যান্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে এবং  ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছে। অত্র আসামীর বিরুদ্ধে সিডিএমএস যাচাই করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-২৪/৪৬৪,  ধারা- ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) পাওয়া যায়। 
ধৃত আসামী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখায় ধারা- ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক)/৪১ ধারায় অপরাধ করে বলে জানা যায়। আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা  রুজু করা হয়।