ফটিকছড়ির লেলাং ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারি(রোববার) বিকালে উপজেলার শাহনগর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.)আজিম উল্লাহ বাহার চৌধুরী।
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এইবারই প্রথম তৃনমূলের নেতাকর্মীরা তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের নেতা নির্বাচন করার সুযোগ পেয়েছে। বিএনপি যে একটি গনতান্ত্রিক দল এটিই তার অন্যতম দৃষ্টান্ত। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে সকলকে একসাথে কাজ করতে হবে।
লেলাং ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইলিয়াস, আজিজ উল্লাহ, রায়হানুল আনোয়ার রাহি, ইয়াকুব শহীদ, মহিনউদ্দিন চৌধুরী, হোসেন আহমদ নিয়াজি, এজাহার মেম্বার, রফিক মুন্সী, আবুল কাসেম জুনা, মহিলা দল নেত্রী তসলিমা আকতার, উপজেলা যুবদলের আহবায়ক মুরশেদ হাজারী, ডা. মুহাম্মদ হোসেন প্রমূখ।
দ্বি বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালট ভোটে মো.সরওয়ার হোসেন মেম্বার সভাপতি ও মো. নাছির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।