বিগত নির্বাচনের মতো দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নড়ে চড়ে বসতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।
এদিকে, নির্বাচন সামনে রেখে বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে যাচ্ছে পুরো এলাকা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এমন কোন স্থান নেই যেখানে স্থাপন হচ্ছেনা প্রার্থীদের শুভেচ্ছা জানানোর বিশালাকার বিলবোর্ড, ব্যানার ও রঙচঙ্গা পোস্টার।
এ মূহুর্তে উপজেলার সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। আসন্ন ঈদের আনন্দের সাথে নির্বাচনী উৎসব যেন একাকার হয়ে গেছে। সামাজিক অনুষ্ঠান কিংবা আড্ডার স্থলে এখন একটিই আলোচনা, আসন্ন ফটিকছড়ি উপজেলা নির্বাচনে কারা হচ্ছেন চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন ইত্যাদি।
এবারের উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী না দেয়ার সীদ্ধান্ত নিয়ে রেখেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। তবে শেষ পর্যায়ে এসে সীদ্ধান্ত পরিবর্তন করে দলীয় প্রতীকে ফিরতে পারে দলটি, এমন ইঙ্গিতও দিয়ে যাচ্ছেন নেতারা।
তবে যেভাবেই হোক দুই ফরমেটেই প্রস্তুতি নিয়ে রাখছেন সম্ভাব্য প্রার্থীরা। এজন্য ঘরোয়া ও ক্লোজডোর বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। প্রতিদিন কোন না কোন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে তুলে ধরার পাশাপাশি দান অনুদান দিচ্ছেন সমান তালে। সম্ভাব্য প্রার্থীদের অনেকে নতুন প্রজন্মের ভোটারদের কাছে টানতে ইফতার মাহফিল, খেলাধুলা ও জনহিতকর কর্মসূচি আয়োজন করে মাঠ দখলে রাখার কৌশলে হাঁটছেন।
এ নিয়ে ফটিকছড়ি হতে উত্তর জেলা আ'লীগে স্থান প্রাপ্ত বেশ কয়েকজন নেতার সাথে কথা হলে তারা জানান, অতীতের যে কোন সময়ের চাইতে এবারের উপজেলা ভোটের সমীকরণ কিছুটা ভিন্ন হতে পারে। বিশেষ করে দলীয় মনোনয়নে প্রার্থী না থাকলে কর্মীরা বিভ্রান্তিতে পড়বে বলে আশঙ্কা তাদের। তবে স্থানীয় আওয়ামীলীগ সমঝোতার ভিত্তিতে একজনকে প্রার্থী দিতে দেনদরবার চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ফটিকছড়িতে দীর্ঘদিন পর দলীয় এমপির হাত ধরে এটিই প্রথম উপজেলা ভোট। সে হিসেবে এবারের নির্বাচনের দিকে স্থানীয় নেতা কর্মীদের দৃষ্টি যেন একটু বেশী। তবে সবকিছু উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত দলীয় প্রতীকে নির্বাচন হলে ফটিকছড়িতে নৌকার মাঝি কে হচ্ছেন, সেটি এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে যে কয়েকজনের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা বখতিয়ার সাঈদ ইরান, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন, ব্যবসায়ী হেলাল মোহাম্মদ নুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, এডভোকেট আবছার উদ্দিন হেলাল ও জেলা যুব লীগের সাংগঠিক সম্পাদক আবুল বশর অন্যতম। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, নুর মোহাম্মদ আল কাদেরী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম সবুজ ও মাস্টার রতন কান্তি চৌধুরীর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।