কক্সবাজার সদরের খুরুশকুলে পাহাড় কেটে পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
৪ জানুয়ারি সদর সহকারী কমিশনার (ভূমি) নু এমং মারমা মং-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে- কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি শয়ন দে নামক একজনকে পুকুর ভরাটের অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সাথে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান অভিযানকারী কর্মকর্তা।