আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড দলের দুঃসংবাদে বাংলাদেশের সুসংবাদ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ১১:৪২:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

 

তাউরাঙ্গার বে ওভালে ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ।

 

সিরিজ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ এসেছে কিউই শিবিরে। কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না দলটির নিয়মিত অধিনায়ক ও সেরা ব্যাটার কেইন উইলিয়ামসন। দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।

 

আর বিস্ময়ের ব্যাপার হলো টেস্ট দলে নেই ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও।

 

ব্যাটিং ও বোলিংয়ে এ দুই তারকার অনুপস্থিতি নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ হলেও বাংলাদেশের জন্য সুসংবাদই বটে।

 

উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউই দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। 

 

দুই ম‍্যাচের টেস্ট সিরিজের জন‍্য বুধবার১৩ সদস‍্যরে দল ঘোষণা করেছে  নিউজিল‍্যান্ড। যেখানে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। 

 

দলে ফিরেছেন ব্যাটার ডেভন কনওয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে আউট হয়ে মেজাজ হারিয়ে ব্যাটে আঘাত করে হাত ভেঙে বসা ডেভন এখন পুরোপুরি ফিট।

 

নিউজিল্যান্ড টেস্ট দল

 

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার ও উইল ইয়াং।