আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

দারুল আরক্বমের স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শনে শায়খ ওয়ালীউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : শনিবার ২৩ জুলাই ২০২২ ০৬:৩৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজারের নতুন স্থায়ী জায়গা পরিদর্শন করেছেন মক্কাতুল মোকাররমাস্থ মাদরাসা দারুল ফায়েজীনের শিক্ষক, কক্সবাজার কৃতি সন্তান শায়খ ওয়ালীউল্লাহ নজির আহমদ আশ-শওকী। যেখানে "শামসুল হক সিকদার ও ছফুরা খাতুন" ভবন নির্মাণ করা হবে। 

২২ জুলাই জুমার নামাজ আদায় পরবর্তি মাদরাসার জন্য প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন শায়খ ওয়ালীউল্লাহ।

জমির অবস্থান দেখে সন্তুষ প্রকাশ করে তিনি বলেন, যেখানে কুরআনের প্রতিষ্ঠান, আল্লাহর জিকির হয়, সেখানে অবারিত রহমত ও বরকত থাকে। মহান আল্লাহ খুশি হন।  সদকায়ে জারিয়ার নেকি পাবেন জমিদাতা। যার সুফল ও মর্যাদা ভোগ করবে সন্তানেরা। 

এ সময় অতিথিকে সম্ভাষণ জানান দারুল আরক্বমের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী। 

পরিদর্শনকালে খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি ও ওলামা পরিষদের আহবায়ক মাওলানা মুফতী আবু মুসা, মাওলানা হাফেজ সিরাজুল হকসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নামাজ শেষে এলাকার মুসল্লীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও জমিদাতা জননেতা রুহুল আমিন সিকদার। 

এলাকাসীর শুভেচ্ছা ও সালাম বিনিময় শেষে সবাইকে সঙ্গে নিয়ে মুনাজাত করেন বরেণ্য আলেমেদ্বীন শায়খ ওয়ালী উল্লাহ আশ শওকী।