আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় সাংবাদিকদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
মতবিনিময়কালে বক্তব্য রাখছেন কমিটির আহবায়ক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী।

দেশের চলমান পরিস্থিতি-প্রেক্ষাপট এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার, স্বার্থাম্বেষী মহলের মাজার ভাঙ্গার অপচেষ্টাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা,মসজিদ-মাদ্রাসা দখলের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী স্বতঃস্ফুর্তভাবে পালনের দাবীতে চট্টগ্রামের আনোয়ারার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটি। বুধবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড়ে একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির আহবায়ক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী।

কমিটির সদস্য সচিব মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক স.ম হামেদ হোছাইন, অধ্যক্ষ ছৈয়দ মাহমুদুল হক নঈমী, মাষ্টার মুহাম্মদ আবুল হোসেন, স.ম নজরুল ইসলাম, শওকত আজিজ, ডিআইএম জাহাঙ্গীর আলম, হাফেজ আবদুর রহিম, নাজিম উদ্দিন, মাওলানা মফিজুর রহমান, মো. জাকের সওদাগরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অভ্যুত্থানে শহীদদের হত্যাকান্ডের তদন্ত ও অপরাধীদের বিচার, আহতদের চিকিৎসা নিশ্চিত করণ, সমৃদ্ধি কামনায় সম্প্রীতি সমাবেশ পালন ও বর্ণাঢ্য র‌্যালী স্বতঃস্ফুর্তভাবে পালনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। এছাড়াও দেশের চলমান পরিস্থিতি প্রেক্ষাপট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্বরণ, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহ. হত্যার বিচার, ধর্মীয় মাজার, মসজিদ, মাদ্রাসা, উপাসালয়ে হামলার প্রতিবাদ,ফ্যাসিবাদী সরকারের নীল নকশার শিক্ষা ব্যবস্থা বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবীও জানান।