চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানীকে জড়িয়ে সংবাদ পরিবেশন ও অপ-প্রাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানীর চুনতিস্থ নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়নুল আবেদীন জনু কোম্পানী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি টানা তিন বার চুনতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমার শক্তি হচ্ছে চুনতির সর্বস্থরের জনসাধারণ। একটি পক্ষ আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন, জনপ্রিয়তা ও মান-সম্মান ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। নিজেরা সুবিধা করতে না পেরে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে সম্প্রতি প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সংবাদ পরিবেশন এবং অপ-প্রচার করা হয়। প্রকৃত পক্ষে, ২০০৩ সনে লুৎফর রহমান প্রকাশ লুতু মিয়ার কাছ থেকে আমি, আবদুল নূও, মুহাম্মদ ইদ্রিস মিয়া ও নুরুল কবির স্পেশাল পাওয়ার অব এটর্নি মূলে চুনতি মৌজার ২০ একর আংশিক নাল ও বাগানসহ ভূমি ক্রয় ও দখল বুঝে নিই। অপরদিকে, রেকর্ডীয় মালিক বশির আহমদ এর কাছ থেকে ১ একর ৪০ শতক জায়গা ক্রয় ও দখল বুঝে নিই।একই খতিয়ান ও দাগের রেকর্ডীয় মালিক ফৌজুল কবিরের কাছ থেকে ১ একর ৪২ শতক জায়গা ক্রয় ও দখল বুঝে নিই। ২০১৮ সালে লুতু মিয়া মারা গেলে তার মেয়ে শারমিন রহমান কাণন ও তার স্বামী মুহাম্মদ রুমেল বিগত ২০২১ সনের ৫ ও ২৫ জানুয়ারি ভাড়াটিয়া সন্ত্রাসী এনে গাছপালা কেটে ফেলার চেষ্টা করলে আদালতের শরনাপন্ন হই। এতে ক্ষিপ্ত হয়ে ক্রয়সুত্রে জায়গার মালিক আমরা ৪ জন থাকা সত্বেও আমি ও আমার পরিবারকে জড়িয়ে খামার বাড়ি ভাংচুরের যে দাবী তুলে মিথ্যে সংবাদ পরিবেশন করিয়েছেন যাহা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। খামার বাড়ি ও বাগার দীর্ঘ ২০ বছর আগে থেকে আমাদের ক্রয়কৃত ও দখলে রয়েছে। বিভ্রান্তি দূর করার জন্য আজকের সংবাদ সম্মেলন। এসময় উপস্থিত ছিলেন- সম্পত্তির মালিক আবদুল নূর সওদাগর, ফারুক আহমদ, চুনতি ইউনয়ন পরিষদেও সদস্য এন্তেজার হোসেন, মো. ইদ্রিস, মো. মনিরুল মাবুদ রয়েল, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু ও লোহাগাড়ায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।