চলতি বছরে সৌদি আরবে হজ্ব পালনে করতে গিয়ে হজ্ব চলাকালীন এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশিসহ ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৮৩% এর মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে। সৌদি স্বাস্থ্য মন্ত্রী ফাহাদ আল জালাজিল এক বিবৃতিতে এ তথ্য জানান।
গরম থেকে বাঁচার পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেয়া এ মৃত্যুর অন্যতম কারণ। এ ছাড়া বার্ধক্য জনিত কারণ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের এ সময় মৃত্যু হয়েছে।
মন্ত্রী মৃত ব্যাক্তিদের রূহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মন্ত্রী জানান স্বাস্থ্য বিভাগ থেকে হজ্জের সময় ৪ লক্ষ ৬৫ হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে, এর মধ্যে ১ লক্ষ ৪১ হাজার এর কোন হজ্জ পালনের অনুমোদন ছিল না।
মন্ত্রী জানান স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে কর্মরত সকলের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে আরো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। বিবৃতিতে তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।