আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে ভ্রাম‍্যমান আদালতে ৫ দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ০৫:২৭:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের চন্দনাইশে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত।

বুধবার (২৩ আগষ্ট ) দুপুরে উপজেলা সংলগ্ন বাজার ও গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন ধারায় মের্সাস হাকিম স্টোর, মের্সাস খুইল্ল্যা মিয়া স্টোর, নজরুল স্টোর, আজমীর স্টোরকে সেবা পণ্যের মূল্য তালিকা  না থাকায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন  করায় শাহ আমিন হোটেলকে ৫ হাজারসহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। 

এই সময় চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরসহ উপজেলা আনসারের সদস্যরা তাঁকে সহযোগিতা করেন। 

জিমরান মোহাম্মদ সায়েক সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।