আজ বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উৎযাপন

মোঃ আয়ুব মিয়াজী : | প্রকাশের সময় : সোমবার ২ জানুয়ারী ২০২৩ ০৬:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

‘‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সোমবার ২ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উদযাপিত হয়েছে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৩’। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সহায়ক উপকরণ বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়াসহ, জনপ্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে অবহেলিত মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর সরকারকে সবার্থক সহযোগিতা করবে বলে আশা করেন এবং সমাজের অবহেলিত সকল শ্রেণির মানুষ সরকারের বিভিন্ন ভাতা পাচ্ছে বলে উল্লেখ করেন। শেষে সমাজসেবায় অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে সম্মননা স্মারক ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।