আজ শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

চন্দনাইশে অবৈধ করাতকল ও পাহাড়ি গাছ বিক্রি করায় জরিমানা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ০৮:০৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে বন বিভাগের লাইসেন্স ছাড়া  করাতকল পরিচালনা ও অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রি করার দায়ে ৩ করাতকলের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। 

বৃহস্পতিবার ( ২৮ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার বরকলের বাংলাবাজার, সাতবাড়ীয়ার নাজিরহাট ও কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশনহাটে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে অংশ নেন, বন বিভাগ চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেন্জের কর্মকর্তা নুরে আলম হাফিজ ও চন্দনাইশ থানা পুলিশের একটি টিম।

দন্ডপ্রাপ্তদের মধ্যে বাইনজুরির অলি হোসেনের পুত্র আলী আমজাদ (৫০) কে ১০ হাজার, সাতবাড়ীয়ার খাজা স' মিলের স্বত্বাধিকারী ম‍ৃত দানিশ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৫০) কে ২ হাজার ও মেসার্স ভাইভাই স'মিলের স্বত্বাধিকারী পশ্চিম এলাহাবাদের পুতুন আলীর পুত্র মোঃ লোকমান হাকিমকে৫ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।