চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ থাকলেও রয়েছে শংকা। সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ইতোমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে চলছে প্রস্তুতি সভা।
অন্যদিকে সমাবেশে আসতে বাঁধা দেওয়া হলে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তবে এখনো পর্যন্ত নেতাকর্মীদের পুলিশ হয়রানির অভিযোগ করেনি কেউ। তবুও সর্তক অবস্থানে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সিএমপির পক্ষ থেকে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি মিলেছে বলে নিশ্চিত করেন নেতারা।
বুধবার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতবৃন্দরা।
সমাবেশে অনুমতির সত্যতা নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান ইয়াহিয়া। তিনি বলেন, উক্ত সমাবেশে লক্ষাধিক লোকসমাগম হবে বলে আশা রাখি।
জানা যায়, সারাদেশে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছে চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সমাবেশকে সফল করতে বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা করছে দলীয় নেতা কর্মীরা। নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘বাঁধা যেখানে আসবে প্রতিহত সেখানেই করা হবে।’
সমাবেশ সফল করতে ১০ অক্টোবর সাগরিকা স্কোয়ারে কর্মী সমাবেশ করেন বিএনপি কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল-নোমান।
গতকাল সমাবেশ অনুষ্ঠানের মাঠ পরিদর্শন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।