আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, লোডশেডিং

Author Thedaily Shangu | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ০৯:২৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ওই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপকেন্দ্রের একটি প্যানেল বোর্ডে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

রোববার রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, আগুন নির্বাপণের পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ পর্যন্ত ৯০ শতাংশ স্বাভাবিক হয়েছে। শীঘ্রই পুরোপুরি স্বাভাবিক হবে।



সবচেয়ে জনপ্রিয়