আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নারী দিবস উদযাপন করলো ভারতীয় সহকারী হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বুধবার ৮ মার্চ ২০২৩ ১২:২৯:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

চট্টগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপযাপন করেছে ভারতের সহকারী হাইকমিশন। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় নগরীর খুলশীর একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

 

মিডিয়া, ব্যবসা, একাডেমিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বকারী ২৫ জনের বেশি নারী অনুষ্ঠানে তাদের সাফল্যের গল্প শেয়ার করেন।

 

সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন তার স্বাগত বক্তব্যে লিঙ্গ সমতার গুরুত্ব এবং বিশ্বকে আরও ন্যায্য, শান্তিপূর্ণ এবং মুক্ত স্থান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

 

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ উভয়ই নারীর ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এখনো অনেক পথ যেতে হবে। অনুষ্ঠানে উপস্থিত নারী নেত্রীদের তিনি সমাজের অনুপ্রেরণাদায়ী রোল মডেল হিসেবে অভিহিত করেন।

 

এ সময় বক্তব্য রাখেন উইমেনস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মুনাল মাহবুব, উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক শাহেলা আবেদিন রিমা, সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ প্রমুখ।