আজ মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : | প্রকাশের সময় : রবিবার ৫ জানুয়ারী ২০২৫ ১০:০৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

চকরিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নবাগত ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনকে বরণ ও মেডিকেল অফিসার ডা: সাইমুল ইসলামের বদলি জনিত বিদায় এবং বার্ষিক পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান করা হয়েছে। 

রোববার (৫ জানুয়ারী) লামার সিরিঞ্জা ভ্যালি পর্যটন এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সকল স্বাস্থ্য সহকারীবৃন্দের আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান করা হয়। 

 

উক্ত অভিষেক অনুষ্ঠানের সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন, বিদায়ী মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: সাইমুল ইসলাম।

অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও বিদায়ী মেডিকেল অফিসারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হাসপাতালের পক্ষ থেকে সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ। পরে উপস্থিত সকলেই প্রীতি ভোজে অংশ গ্রহণ করেন।