আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

কর্ণফুলীতে ২১০০ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২২ নভেম্বর ২০২১ ০৮:১০:০০ অপরাহ্ন | চট্টমেট্টো
চট্টগ্রামের কর্ণফুলীতে ২১০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে কর্ণফুলী পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
এসময় তাদের কাছ থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
সোমবার (২২ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের জেলহাজতে হস্তান্তর করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. ইউছুপের পুত্র আবুল হাসেম (২৫) ও রামুর স্বদীপ শর্মার পুত্র তাপস শর্মা।
 
পুলিশ সূত্রে  জানায়, আবুল হাসেম ও তাপস শর্মা দীর্ঘদিন ধরে নিয়মিত ইয়াবা পাচার করে আসছিল। টেকনাফ থেকে কম দামে কিনে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। রোবরার রাতে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে প্রবেশপথে কর্ণফুলী পুলিশের হাতে ধরা পড়েন তারা।
 
 
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ইয়াবা বহন করে চট্টগ্রাম শহরে প্রবেশের আগে দুইজনকে ধরি আমরা। মামলা দিয়ে সোমবার তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 


সবচেয়ে জনপ্রিয়