আজ সোমবার ৬ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

কক্সবাজার রেললাইনে ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ০৪:৩৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

 

বুধবার (২৪এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার ডুলাহাজারা এলাকায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে রেললাইন রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রাব্বানী।

রেল স্টেশন মাস্টার জানান, ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। এটি বুধবার সকাল দশটার দিকে ডুলাহাজারা স্টেশনের কাছে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় বিশেষ ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুতি ঘটে। দুর্ঘটনার পর থেকেই লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার কার্যক্রম চলমান রয়েছে।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কক্সবাজারগামী বিশেষ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় কোন ধরণের  হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে বলে তিনি জানান।