আজ সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ই পৌষ ১৪৩১

উৎসাহ উদ্দীপনায় রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে বর্ণাঢ্য বিজয় র‌্যালী

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ ১০:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ শেষে সকাল ১০টার দিকে দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ধামাইরহাট বাজার চত্বর থেকে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো একই জায়গায় এসে সমাবেত হয়। পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, সহ সভাপতি ওমর গণি চৌধুরী কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুছা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিকু শীল, সাধারণ সম্পাদক কাজী শাওয়াল প্রমুখ। 

 

র‌্যালীতে ইউনিয়নের সর্বস্তরের প্রায় এক হাজার মানুষ অংশ নেন।