আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

আলীকদমে ৫৭ বিজিবি খাদ্য সামগ্রী বিতরণ

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০৮:৪৩:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

বান্দরবানের আলীকদমে  দুস্থ অসহায় দরিদ্র জনগোষ্টির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন। সোমবার বিকাল ৪টায় বিজিবি আলীকদম ব্যাটালিয়ন সদর প্রাঙ্গণে ২ শতাধিক দুস্থ পাহাড়ি ও বাঙালি জনগোষ্টির মাঝে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়। একই সময়ে শতাধিক দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণের সময় আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সে সময় তিনি বলেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দূর্গম অঞ্চলগুলোর অন্যতম থানচি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পগুলোতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।  প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন(৫৭বিজিবি) থানচি সীমান্তে বিভিন্ন  সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে।