কক্সবাজার পৌরসভার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও চট্টগ্রাম সীতাকুন্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক।
তিনি বিদায়ী পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
মাদরাসা এডহক কমিটির সভাপতি কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, বাঁচামিয়া চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রুস্তম আলী চৌধুরী ও মাদরাসা এডহক কমিটির সদস্য গিয়াস উদ্দিন কোম্পানি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক।
শিক্ষকদের পক্ষে মাওলানা আনোয়ারুল ইসলাম, হাফেজ মোহাম্মদ রহিম উদ্দিন, শাহাদাত হোসাইন বক্তব্য দেন।
সহ সুপার মাওলানা শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন সামিয়া কবির সুমি।
অধ্যয়নরতদের পক্ষে বক্তব্য দেন জহুরা খানম ও মুনতাহা ছিদ্দিকা।
বিদায় অনুষ্ঠান শেষে মাদরাসার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সকল অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক।