৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব মানবতার পক্ষে কথা বলা লোকদের সমন্বয়ে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ও SMM IHRC BANGLADESH TRUST বাংলাদেশ এর সৌজন্যে ৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এর জোনাল ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর মোঃ মেজবাউদ্দিন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর পিস এম্বাসেডর ও SMM IHRC BANGLADESH TRUST এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ইলিয়াস সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও সমাজসেবক , লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের সম্মানিত গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন SMM IHRC BANGLADESH TRUST এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ কামরুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলায়েন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর ইন্টারন্যাশনাল ডিরেক্টর আলি মোহাম্মদ জাফর ইসলাম চৌধুরী,SMM IHRC BANGLADESH TRUST এর ভাইস প্রেসিডেন্ট ও জোনাল ভলন্টিয়ায় কো-অর্ডিনেটর এড সরোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইস কমিশন এর জোনাল ভলন্টিয়ায় কো-অর্ডিনেটর
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের জোন সিআর পার্সন লায়ন মোঃ আশিকুল ইসলাম আশিক, জোনাল ভলন্টিয়ায় কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহজাহাল সাজু , সদস্য মুহাম্মদ মহসিন,রুবেল,মেরিন লেকচারার আরিফুল ইসলাম,আনোয়ার হোসেন,নবুয়াত বেগম সহ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ও SMM IHRC BANGLADESH TRUST এর সদস্য বৃন্দ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা মানবতার জন্য কাজ করি, মানবাধিকার নিশ্চিত করার জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার যে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানান ।
অনুষ্ঠানের সভাপতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর পিস এম্বাসেডর ও SMM IHRC BANGLADESH TRUST লায়ন মোঃ ইলিয়াস সিরাজী বলেন সারা বিশ্বে যখন করোনা কালীন সময়ে স্থবির অবস্থা হয়েছিল তখন আই এস আর সি বাংলাদেশ মানবতার কল্যাণে এগিয়ে এসে প্রথম সারিতে অবস্থান করেছিল এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন।