আজ সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ই পৌষ ১৪৩১

আনোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক মোখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  জসিম উদ্দিন চৌধুরী। উদ্ভোধক ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো জোবায়ের। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক রহিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও  বাঁশখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গালিব সাদলী।

বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক  জসিম উদ্দিন আমজাদী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু, সদস্য সাহাব উদ্দিন হেলাল, আওয়ামীলীগ নেতা রেয়াজ আহমদ চৌধুরী  বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী  সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবারো সরকার গঠন করবে আওয়ামীলীগ। এজন্য দলের নেতা কর্মীদের সব ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। শেখ হাসিনার বিশ্বস্ত মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে আবারো নৌকা মার্কায় সংসদে পাঠিয়ে আনোয়ারাবাসী আরো বড় কিছুর আশা করছি। আনোয়ারার উন্নয়ন অব্যাহত রাখতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বিকল্প নেই। 

সভার দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া হয়।