আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জন করলেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম চৌধুরী। কেন্দ্র দখলের অভিযোগ এনে সোমবার(৩১ জানুয়ারী) সকাল পৌণে দশটার সময় নিজের বাসভবনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
এসময় রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আমার কোন এজেন্ডকে কেন্দ্রে ডুকতে দেয়নি। আনোয়ারায় দশটি ইউনিয়নের চেয়ারম্যান ও লোকজন বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়ে কেন্দ্র দখল করে রেখেছে। এভাবে একটি ভোট হয়না।
তিনি আরও বলেন, আমার এজেন্টদের এজেন্ট ফরম ছিড়ে বের করে দেওয়া হয়েছে। সবকটি কেন্দ্রে বহিরাগতরা দখলে নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। তাঁরা চেয়ারম্যানের ভোটটি নিজেরা টিপে শুধু মাত্র মেম্বারদের ভোটটি দিতে দিচ্ছে। এসব কারণে আমি ভোট বর্জন করলাম।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাস্টার মোহাম্মদ ইদ্রিচ (নৌকা) বলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার পর বিদ্রোহী প্রার্থী রাশেদুল ইসলাম এলাকায়ও আসেননি। তাই ভোটারেরা তাঁকে গ্রহণ করেননি। এখন নিজের পরাজয় বুঝতে পেরে সরে গেছেন।
তিনি আরও বলেন, ইভিএমে কাঁরচুপির কোন সুযোগ নেই, সুন্দর ভোট অনুষ্ঠিত হচ্ছে। জয় পরাজয় যাই হোক, আমি ফলাফল মেনে নেবো।
জুঁইদণ্ডী ইউনিয়নে ১২ হাজার ৮৬২ জন ভোটার আছেন। তার মধ্যে পুরুষ ছয় হাজার ৮২৮ জন এবং নারী ছয় হাজার ৩৪ জন।