আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

আনোয়ারার ৯ চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারী ২০২২ ১২:১৭:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

আনোয়ারা উপজেলার নবনিবার্চিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মমিনুর রহমান শপথ বাক্য পাঠ করান।

গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জনের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারী নির্বাচনে ১ জনসহ ৯ জন শপত গ্রহণ করেন,তবে অসুস্থতার কারনে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি। 

শপথ পড়ানো শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর জনসেবার যে ব্রত রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনেরও মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। কোন ধরনের দেশ বিরোধী কার্যকলাপ গ্রহণ যোগ্য হবেনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,

চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউনিয়নের এমএ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বারখাইনের হাসনাইন জলিল শাকিল, আনোয়ারা সদরের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন।

তবে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়