আজ মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : সোমবার ৩১ জানুয়ারী ২০২২ ১১:২৪:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে  আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া  এই ভোট গ্রহণ বিকেল ৪ টা পর্যন্ত  চলবে।

সোমবার(৩১ জানুয়ারী) সকালে ইউনিয়নের বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। সকাল ৮টা ৪৫ মিনিটে ৯ নং ওয়ার্ডের উত্তর খুরুস্কুল ফোরকানিয়া মাদরাসায় ৮০ ভোট গ্রহণ করা হযেছে, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১২০৫, দক্ষিণ জুঁইদন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নারী পুরুষের  দীর্ঘলাইন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪০২, সকাল ৯ টা ২৫ মিনিটে একেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ১৩০ টি। 

প্রিজাইডিং অফিসার মাঈন উদ্দিন জানান, ইভিএম এর নিয়ম না জানায় ভোটারদের কিছুটা সমস্যা হচ্ছে। তাই ভোটগ্রহণে একটু ধীরগতি হচ্ছে। তবে উত্তর জুঁইদন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টা ৪৫ মিনিটে ১৭০ ভোট গ্রহণ করা হয়েছ। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫৭১।

ভোটারদের সাথে কথা বলে জানাযায়, ইভিএমে ভোট দিতে পেরে ভাল লাগতেছে। 

এদিকে ইউনিয়নের ৯ টি কেন্দ্রে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

 

 

 



সবচেয়ে জনপ্রিয়