ফটিকছড়িতে বালি বোঝাই ট্রলির ধাক্কায় তানিয়া আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে৷
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) দুপুর ১২টায় কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেয়ানপাড়া হাফেজ সওদাগর মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে৷
নিহত তানিয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামাল উদ্দিনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী তানিয়া মা ও বড় বোনকে সাথে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে স্থানীয় আব্দুল মনায়েম হসপিটালে যাওয়ার পথে বালুবাহী ট্রলি চাপা দেয়।
এতে সড়কে ছিটকে পড়ে রিক্সা চালক সহ ৪ জন আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষার্থী তানিয়াকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, 'বালুবাহী ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'